কাউখালীতে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১


কাউখালীতে ভূমি বন্দোবস্তের দাবিতে  মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের বাশুরি মৌজার চার বাশুরি এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে খাস জমিতে বসবাসকারী ভূমিহীন পরিবার বসবাসও চাষাবাদ করেও এখনো ঐ ভুমি বন্দোবস্ত পায়নি অর্ধ শতাধিক ভুমিহীন পরিবার। দীর্ঘ প্রচেষ্টায় ভূমি বন্দোবস্ত না পেয়ে চরম হতাশা প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। মানববন্ধন করেছেন ভূমিহীনরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভুমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে  বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। পরে তারা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন।
ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ, ১৯৯৩সালে কাউখালী সদর ইউনিয়নের বাশুরি মৌজার চর বাশুরি এলাকায় খাস জমিতে ঘর তুলে বসবাস করে আসছেন তারা। তাদের সবাই সম্বলহীন ও হতদরিদ্র।তাদের কারোরই অন্য কোথায় জমি নেই।
তারা অভিযোগ করে বলেন, উচ্ছেদ করা হলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না তাদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক নিমাই মন্ডল, উপজেলা শাখার সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র মিস্ত্রী.ভুমিহীন পরিবারের সদস্য আদম আলী,কবির হোসেন প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৪৪ ● ৩৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ