কলাপাড়ায় ১০হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ১০হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১


কলাপাড়ায় ১০হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার আন্ধারমানিক ও পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ বেড়, বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে পায়রা বন্দর কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদফতর।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর থেকে দুপুর একটা পর্যন্ত যৌথ অভিযানে জব্দকরা প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের জাল কোস্টগার্ড ক্যাম্প চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নির্দেশে কন্টিজেন্ট কমান্ডার মো. আযাদুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা মৎস্য অধিদফতরের ক্ষেত্র সহকারী মোঃ মহসীন রেজা উপস্থিত ছিলেন। তবে কোন জেলে, মাছ ধরা ট্রলার কিংবা নৌকা আটক করা যায়নি।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৪ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ