চরফ্যাশনে সংখ্যালঘুর জমি দখলের পায়তারা!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সংখ্যালঘুর জমি দখলের পায়তারা!
শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০


চরফ্যাশনে সংখ্যালঘু পরিবারের জমি দখলের পায়তারা!

চরফ্যাশন(ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ওচমাগঞ্জ উত্তর ফ্যাসন গ্রামে হিন্দু সম্প্রদায়ের চরফ্যাশন-ভোলা মেইন সড়কের পাশের ৭শতক জমি জোরপূর্বক দখলের পায়তার করার অভিযোগ উঠেছে ইউনুছ বেপারীগংদের বিরুদ্ধে। এই ব্যপারে জগদীশ দাস শনিবার একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর ফ্যাসন মৌজার এস এ ২৪৫. দিয়ারা ২১৫৪,২১৪৯,২১৫০ খতিয়ানে ৮০শতক জমির মালিক। ওই জমির মধ্যে ৭শতক জমি স্থানীয় মৃত আঃ রহিম বেপারীর ছেলে মো. ইউনুছ বেপারীগংরা জোরপূর্বক দখলের পায়তারা করেছে। ইতিপূর্বে একাধিকভার শালিশ বৈঠক করে ইউপির সদস্য আলমগীর হোসেনের মধ্যস্থতায় কাগজপত্র পর্যালোচনা করা হয়। জমির মালিক হিসাবে জগদীশগংদের বুঝিয়ে দিলেও ইউনুছ বেপারীগংরা সীমানা উঠিয়ে ফেলে দখলের জন্যে পায়তারা করে বেড়াচ্ছে। শুক্রবার ওই জমিনে ইউনুছগংরা খুটি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখলের চেষ্টা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই বিষয়ে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেছেন জগদীশের পরিবার।

এইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৫ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ