কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০


কাউখালীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান. গম. ভুট্রা. চিনা বাদাম. মুগ ও সরিষা ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি.উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমূখ।
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার ২৪০ জন ও প্রণোদনার আওতায়  ৪৩০ জনকে এ বীজ ও সার বিতরণ করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩০ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ