গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০


গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত সকল ডাক্তাররা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। এতে ভোগান্তিতে পরেছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ বিএমএ এর আয়োজনে  গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ও পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন।
১৮ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন এর উপর সন্ত্রাসী হামলার আসামী নাজিম খন্দকারের বিচারের দাবীতে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএমএ সভাপতি মইন উদ্দিন, বিএমএ সাধারন সম্পাদক ডাঃহূমায়ুন কবির, সহকারী অধ্যক্ষ শিশু বিভাগ আব্দুল্লাহ আল মাহামুদ, ডা. আহম্মদুল কবির সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। পুলিশ জানায়, আসামী নাজিম খন্দকারকে রাতে গ্রেফতার করা হয়েছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৪ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ