চরফ্যাশনে ঘর উত্তোলনে চাঁদা দাবি!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ঘর উত্তোলনে চাঁদা দাবি!
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২০


চরফ্যাশনে ঘর উত্তোলনে চাঁদা দাবি!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নীলকমলের চরযমুনা মৌজার ঘোষের হাটে রেকডীয় সম্পত্তিতে ঘর উত্তোলন করতে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪৭২/২০মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালত দুলারহাট থানার ওসিকে তদন্ত করার নির্দেশের অর্ডার দেয়া হয়েছে।
মামলা ও স্থায়ী সূত্রে জানা গেছে, চরযমুনা মৌজার ৭নং ওয়ার্ড ঘোষেরহাট বাজার টহলঘরের পশ্চিম দক্ষিণ কর্ণারে। এস এ ২৮৬খতিয়ানে ৩১২দাগে মুকবিল আহম্মেদ, আজহার ও নুরু মিয়া রাঢ়ীগংদের নামে ৩ শতক জমি রয়েছে। ওই জমিতে ইট নিয়ে ঘর উত্তোলনের সময় শাহাবুদ্দিন মোল্লা, খালেক সুকানী, নজরুল, কামরুল ও হাছানগংরা জোরপূর্বক ইট নিয়ে নিয়ে খালে ফেলে দেয়। জমির উপর থাকা গাছ কর্তণ করে। এই বিষয় শাহাবুদ্দিন বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শাহাবুদ্দিন রাঢ়ী বলেন, আমাদের নামে ঘোষেরহাট বাজারে ৩শতক জমির আমাদের নামে এস এ ও  ডিয়ারা খতিয়ান রয়েছে। আমাদের জমি জোরপূর্বক দখল করেছে। ওই জমিতে ঘর উত্তোলন করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। আমরা সঠিক বিচার দাবী করছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:২০ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ