করোনা থেকে মুক্তির প্রার্থনায়-কুয়াকাটায় দানোত্তম কঠিন চিবর দান উৎসব

প্রথম পাতা » কুয়াকাটা » করোনা থেকে মুক্তির প্রার্থনায়-কুয়াকাটায় দানোত্তম কঠিন চিবর দান উৎসব
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০


কুয়াকাটায় দানোত্তম কঠিন চিবর দান উৎসব

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কোভিড-১৯ করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা। দেশ ও বিশ্বের সকল প্রাণীও প্রকৃতি, সৃষ্টিও সৃষ্টিকর্তার  কল্যাণ কামনায় বৌদ্ব ধর্মাম্বলী রাখাইন সম্প্রদায় কুয়াকাটা শ্রী-মঙ্গল বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুয়াকাটার সবচেয়ে পুরনো বৌদ্ধ বিহারে এই কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, সৃষ্টি ও সৃষ্টিকর্তারএবং প্রাণীও প্রকৃতির সম্যক সম্বুদ্ধের পূজাও পঞ্চশীল গ্রহণ।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় গৌতম বুদ্ধের পুজারীদের কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর দান, ধর্মযাজক গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ পূজাও সমবেত প্রার্থনা।

গৌতম বুদ্ধের অনুসারীরা দানোত্তম শুভ কঠিন চীবর দানের জন্য প্রবারণা উৎসবে এ মাসে যে কোন একদিনের এই দিনটি পালনের জন্য অপেক্ষায় থাকেন তারা। বছর ঘুরে এদিনটি পালনের জন্য বিশ্বব্যাপী পবিত্র প্রবারণা বা আশ্বিনি পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।

ভিক্ষুদের চীবর দান দিতে আসা উপাসকরাসহ আরও জেলার বিভিন্ন রাখাইন পল্লী থেকে আসা রাখাইনরা সবাইকে চীবর দানের পুণ্যদান ও শুভে”ছা জানায়। পরে সমবেত প্রার্থনায় আগত ভিক্ষু সংঘ দেশ-বিদেশের কোভিড-১৯ করোনা থেকে মুক্তি পেতে, বিশ্বের সকল প্রাণীও প্রকৃতির কল্যাণে প্রার্থনা করা হয়।

কেএআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৪ ● ৩৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ