দশমিনায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন
বুধবার ● ১১ নভেম্বর ২০২০


দশমিনায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার শেষ বিকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার করানো হবে। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলাবিষয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে। অপর দিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা আন্তঃদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাক্ষিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে ।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৭ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ