গলাচিপায় কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের মত বিনিময়

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের মত বিনিময়
শনিবার ● ৭ নভেম্বর ২০২০


গলাচিপায় কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের মত বিনিময়

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ বলেছেন, মরহুম আলতাফ মাহমুদ রাস্ট্রের একজন কলম সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন কলম সৈনিক ও সাহসী যোদ্ধাকে হারালাম। পটুয়াখালীর গলাচিপা পৌরসভা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বিভিন্ন দিক তুলে ধরেন শাবান মাহমুদ। সভায় বিশেষ অতিথি বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে সৎ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। জনগণ যেন আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে। মনে রাখবেন জনগণই আমাদের সম্পদ। সভায় সভপতিত্ব করেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন।
বিএফইউজে যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস, গলাচিপা প্রেসক্লাবের এক অংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, আরেক অংশের প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ প্রিন্ট, ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২৫ জন নেতারা উপস্থিত ছিলেন।
পরে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন মহাসচিব শাবান মাহমুদ ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনকে ক্রেস্ট প্রদান করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৭ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ