পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি
শনিবার ● ৭ নভেম্বর ২০২০


পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু এলাকায় আক্রমন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রনালয় গঠন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ ১০ দফা দাবীতে গন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা ও এর সহযোগী সংগঠনের সদস্যরা।
শনিবার (৭ নভেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নেন হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্যরা এ সময় দাবী আদায়ে নানা শ্লোগান দেন তারা।
এসময় বক্তারা বলেন, ধর্ম অবমাননার নামে গুজব, ধর্মীয় জিগীর তুলে দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু এলাকায় আক্রমন আক্রমন চালানো হচ্ছে। বক্তারা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশপাশি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৪:০৮ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ