নেছারাবাদে জাতীয় সমবায় দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার ● ৭ নভেম্বর ২০২০


নেছারাবাদে জাতীয় সমবায় দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের লক্ষে স্বাধীনতার পর জাতির জনক শেখ মুজিবুর রহমান সমবায়ের সৃষ্টি করেছিলেন।  জাতির জনক সমবায় ভিত্তিক দেশ গঠন করার লক্ষ নিয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। কিন্তু প্রতিক্রিয়াশীল চক্র ৭৫-এর ১৫ আগষ্টে জাতির জনককে হত্যা করে দেশ পিছিয়ে দিয়েছিল। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকারসমুহ নিশ্চিত করার লক্ষ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমবায়কে জোরদার করার নানা পদক্ষেপ নিয়েছেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেছারাবাদে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা কামরুল হাসান। সমবায়ী মিঠুন হালদারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সমবায়ী একে আজাদ, মিজানুর রহমান প্রমুখ। সভাশেষে সফল সংগঠন, সফল সমবায়ী, করোনা সময়কালীন সহায়তা প্রধানে অবদানের জন্য পুরস্কার বিতরন করা হয়।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪৯ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ