নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার-দুমকিতে ১১জেলে আটক, ৭জনের সাজা

প্রথম পাতা » পটুয়াখালী » নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার-দুমকিতে ১১জেলে আটক, ৭জনের সাজা
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০


দুমকিতে ১১জেলে আটক, ৭জনের সাজা

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পটুয়াখালীর পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ১১জেলেকে আটক করে ৭জনের প্রত্যেককে ২বছরের কারাদন্ড এবং অপ্রাপ্তবয়স্ক ৪স্কুলছাত্রকে সাধারণ ক্ষমায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার দুপুর ২টায় দুমকি উপজেলা কমপ্লেক্সে নির্বাহি মেজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে গ্রেফতারকৃত জেলেদেরকে এ দন্ডাদেশ দেয়া হয়। দন্ডিত জেলেরা হলো-কলসকাঠী এলাকার হুমায়ুন (৩০), খলিল খা(৪০), ইউসুফ হাওলাদার(৩০), সোহেল (২৫), জুয়েল হাওলাদার (২৫) বশির (২৫), নলুয়া গ্রামের মো: আরিফ (২০)।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালিয়ে পাংগাশিয়ার আলগি, হাজিরহাট ও আংগারিয়ার বহেরচর এলাকায় ইলিশ শিকার কালে ওই ১১জেলেকে আটক করা হয়। এসময় ৫০হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল প্রকাশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৭ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ