গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য (মন্ত্রী পদমর্যাদায় থাকা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে দোয়া-মোনাজাত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া হাফেজি মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার জোহুরবাদ গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর ররের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হালিম সরদার, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মামুন শিকদার প্রমূখ। এদিকে, বেলা বারটায় ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির ট্রাস্ট ও মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির কমিটির সভাপতি শান্তুনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর পূজা উদযাপণ কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য অমর রায়, শিশির কুমার কুন্ডু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত,  মন্দির পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিল্টু রঞ্জন সাহা, সহ-সভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, শেখর দত্ত বণিক, সাধারণ সম্পাদক অপু রায়, সহসম্পাদক সজল ঘোষ, বিপ্লব কুমার সরকার, আশিষ দাস প্রমুখ।
প্রার্থনায় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়। অপর দিকে টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বুধবার রাতে প্রার্থনার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন জানান, শ্বাসকষ্ট নিয়ে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। করোনা  পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ আসে। বর্তমানে তাকে হৃদরোগের চিকিৎসা দেয়া হয়েছে। ওই হাসপাতালে বৃহস্পতিবার সকালে হাসানাত অবদুল্লাহ’র এনজিওগ্রাম পরীক্ষা করানো হলে হার্টে ২টি  ব্লক ধারা পড়ে। তাৎক্ষনিক তাকে (হাসানাত) হার্টের ২টি রিং পড়ানো হয়।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:০২:১৮ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ