বাবুগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে র‌্যালী

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে র‌্যালী
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


বাবুগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে র্বণাঢ্য র‌্যালী

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বাবুগঞ্জে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলেক্ষ র‌্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা এলজিইডি কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে ১১টায় র্বণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষণি করে।

উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফ মোঃ জামান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল এলজিইডির সহকারী প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ, উপ-সহকারী হাফিজুর রহমান সজল, উপ-সহকারী মোঃ মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোনেস বাবুল, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার নাথ,রাব্বি আক্তারসহ অএ দপ্তরের কর্মচারীবৃন্দ্র।

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জামান উদ্দিন বলেন ‘বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযত মর্যাদার সংগে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিত ভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫২ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ