করোনা পরীক্ষা- পিরোজপুরের ৫৬ জনের নমুন ফেরত

প্রথম পাতা » পিরোজপুর » করোনা পরীক্ষা- পিরোজপুরের ৫৬ জনের নমুন ফেরত
মঙ্গলবার ● ২৩ জুন ২০২০


পিরোজপুরের ৫৬ জনের  নমুন ফেরত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পিরোজপুর জেলার ৫৬ জনের করোনা পরীক্ষার নমুনা ফেরত পাঠিয়েছে।

পিরোজপুর সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকি জানান, পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল। উক্ত করোনার নমুনা পরীক্ষা না করে মঙ্গলবার (২৩জুন) বরিশাল ল্যাব থেকে ৫৬ জনের নমুনা ফেরৎ পাঠিয়েছে। তবে কি কারণে এসব নমুনা পরীক্ষা না করে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না । নমুনা ফেরত পাঠানো হলেও তার কোন কারণ উল্ল্যেখ করেনি বরিশাল পিসিআর ল্যাব থেকে। তবে ফেরত পাঠানো এই ৫৬ জনের নমুনা আবার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া নেয়া হচ্ছে।
তিনি জানান, মঙ্গলবার বরিশাল ল্যাব থেকে যে রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে পিরোজপুর জেলায় নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। নতুন আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং মঠবাড়িয়া উপজেলায়।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৪২ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ