চরফ্যাশনে রান্না করা হরিণের মাংস উদ্ধার

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে রান্না করা হরিণের মাংস উদ্ধার
রবিবার ● ৭ জুন ২০২০


---

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা চরমানিকা ৩নং ওয়ার্ড থেকে রান্না করা হরিনের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। স্থানীয়দের হরিণের মাংস বনবিভাগের বক্তব্য হল (শিয়াল) শৃগালের মাংস। এই নিয়ে পৃথক পৃথক দ্বন্দ্ব রয়েছে।
জানা যায়, উপজেলার চরমানিকা ৩নং ওয়ার্ড থেকে চরমানিকা বনবিভাগের বীট কর্মকর্তা আবুল কাশেম শুক্রবার রাতে রান্না করা মাংস নজরুল ইসলাম, রিফাত, হাফেজ, আলতাফ হোসেন চৌকিদার এর বাড়ী থেকে উদ্ধার করেছে। সাথে হরিণে ছোয়ালও উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, উদ্ধার করা ছোয়ালটি হরিণের এবং রান্না করা মাংস গুলো হরিণের। শিয়ালের মাংশ হলে কেন তার চামড়া উদ্ধার করা হয়নি। ফলে বনবিভাগ কর্মকর্তাদের বিরুদ্ধে এই বিষয় বানিজ্যের অভিযোগ করেছেন স্থানীয়রা।
এই ব্যপারে চরমানিকা বীট কর্মকর্তা আবুল কাশেম বলেন, উদ্ধার করা মাংশ আমরা শিয়ালের মনে করি। পরীক্ষা-নীরিক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করার পর অভিযুক্তদের ব্যপারে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ২/৩জনকে সনাক্ত করা হয়েছে। তাবে আটক করা যায়নি চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৪ ● ৯০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ