চরফ্যাশনে অসহায় পরিবারের পাশে ব্যাংকার ফারদিন

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে অসহায় পরিবারের পাশে ব্যাংকার ফারদিন
শনিবার ● ১৬ মে ২০২০


চরফ্যাশনে অসহায় পরিবারের পাশে ব্যাংকার ফারদিন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মরহুম মাওঃ আবদুস শহিদের নাতি কৃষি ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (ফারদিন) ওমরপুর তার নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় ওমরপুর গ্রামে অসহায় ১শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তৈল, সাবান, সেমাই, চিনিসহ বিভিন্ন ইভেটের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, ফারদিন মরহুম জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে আদর্শিত ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একজন পরিক্ষিত সৈনিক ছিলেন। ছোট বেলা থেকে সাধারণ ও অসহায় পরিবারের পাশে থাকার মন মানসিকতা ছিল তার। বর্তমানে ঢাকার নারায়নগঞ্জ সোনারগাঁ কৃষি ব্যাংক শাখায় কর্মরত রয়েছে।
ওমরপুররের কৃতি সন্তান ও ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ফারদিন বলেন, আমি অসহায় মানুষকে দান-অনুদান দিতে পারলে আমার কাছে ভাল লাগে। সকলের কাছে দোয়া কামনা করছি ভবিষ্যতে যেন অসহায় মানুষের পাশে বেশী বেশী দাঁড়াতে পারি এবং আরো উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে গিয়ে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে পারি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৪:১৬ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ