বিদ্যুৎস্পৃষ্ট! চরফ্যাশনে পুত্রকে বাঁচাতে গিয়ে বাপ-বেটার মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বিদ্যুৎস্পৃষ্ট! চরফ্যাশনে পুত্রকে বাঁচাতে গিয়ে বাপ-বেটার মৃত্যু
সোমবার ● ২৩ মার্চ ২০২০


প্রতীকী ছবি

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়ের দক্ষিণ চরনাজিমুদ্দিন ৮নং ওয়ার্ডে রবিবার সন্ধ্যায় বেগুন খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এরা হলেন- আলহাজ্জ্ব আঃ খালেক সিকদার ও তার ছেলে গনি সিকদার। প্রত্যক্ষদর্শীরা জানান, পুত্র গনি সিকদার বিদ্যুৎস্পৃষ্ট হলে পিতা আবদুল খালেক সিকদার তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েনে। এ ঘটনায় পিতা ও পুত্র দু’জনেরই মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় বৈদ্যুতিক মর্টার দিয়ে বেগুন খেতে পানি দেয়ার সময় মর্টারের তারে জড়িয়ে প্রথমে পুত্র বিদ্যুৎস্পৃৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের নামাজে জানাযা আজ সোমবার সকালে তাদের নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:১২:৪৯ ● ৩৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ