চরফ্যাশন ৫০মন জাটকাসহ দু‘ ট্রলার জব্দ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশন ৫০মন জাটকাসহ দু‘ ট্রলার জব্দ
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০


চরফ্যাশন ৫০মন জাটকাসহ দু‘ ট্রলার জব্দ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ফিশিং ট্রলারসহ ৫০ মন জাটকা ইলিশ জব্দ করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিনের আদেশে জব্দকৃত জাটকা গুলো কোস্টগার্ড চরকচ্ছপিয়া অফিসের সামনে ২৩ টি এতিম খানা ও দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক দুটি ট্রলারের মালিকের মুচলেকায় ট্রলার ছেড়ে দেয়া হয়েছে। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযান বিগত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত। এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ। আলমগীর হোসেন বলেন, আমাদের নদীতে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কোন কিছু করা হলেই কাউকে ছাড় দেয়া হবেনা।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৫১ ● ৪৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ