চরফ্যাশনে ইয়াবাসহ আটক করায় পুলিশকে হুমকি

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ইয়াবাসহ আটক করায় পুলিশকে হুমকি
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০


চরফ্যাশনে ইয়াবাসহ আটক করায় পুলিশকে হুমকি

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন পৌর সভারর ৫নং ওয়ার্ড হাসপতাল রোড থেকে আটক মাদক ব্যবসায়ীর হুমকী! আমাকে থানায় আটক রাখতে পারবেনা। এমন জায়গা থেকে ফোন দিবে আমাকে বাসায় দিয়ে আসতে হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হাসপাতাল রোডে সেবা হোটেলের মালিক সোহানুরর রাহমান শাহিনের  ছেলে সিয়াম(২৫)কে পুলিশ ইয়াবাসহ আটক কালে তিনি পুলিশকে এমন হুমকী দিয়েছেন। বুধবার সকালে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম সংবাদকর্মীদের কাছে এমন তথ্য পেশ করেন।
পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) আজিজুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপতাল রোডের সেবা হোটেল থেকে ৫ (পাচঁ)পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
থানার উপ-পুলিশ আজিজুর রহমান বলেন, মাদকের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সরাসরি নির্দেশনা রয়েছে। এই বিষয়ে আমরা কাউকে ছাড় দিবনা। চরফ্যাশন থানার অফিসার ইনাচর্জ ওসি শামসুল আরেফীন বলেন, সিয়ামের কাছে ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৫ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ