কলাপাড়ায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় সরকারি পর্যায়ে ধান ক্রয় শুরু হয়েছে। ২৬ টাকা কেজি দরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
উপজেলার ১২টি ইউনিয়ন থেকে দুই হাজার ৮৪৫ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ব্যসায়ী সবুজ মিয়া উপস্থিত ছিলেন। কলাপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ২৬ টাকা কেজি দরে ১০৪০ টাকা মন হিসেবে এ ধান ক্রয় করা হবে। প্রান্তিক থেকে শুরু করে যে কৃষক আগে আসবে তাদের ধান আগে ক্রয় করা হবে। প্রথমদিনে কৃষক ননী গোপাল রায়ের কাছ থেকে তিন টন ধান ক্রয় করা হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:১৫ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ