বাউফলে থানা পুলিশের মতবিনিময় সভা

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে থানা পুলিশের মতবিনিময় সভা
সোমবার ● ২১ অক্টোবর ২০১৯


বাউফলে থানা পুলিশের মতবিনিময় সভা

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার বোরহানউদ্দীনে হযরত মোহম্মদ (স:) কে নিয়ে একটি হ্যাক করা ফেসবুকের আইডি থেকে যে অবমাননাকর পোষ্ট দেয়া হয়েছে এবং সেই পোষ্টকে কেন্দ্র করে যে অনাকাংখিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বাউফলে সার্বিক আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বাউফলের থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় থানা অডিটরিয়ামে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভোলায় একটি হ্যাক করা ফেসবুকের আইডি থেকে ইসলাম সম্পর্কে যে পোষ্ট দেয়া হয়েছে এবং সেই পোষ্টকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বক্তরা বলেন, বাউফল একটি সৌহার্দ্য ও সম্প্রীতির উপজেলা। কোন ভাবেই বাউফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ওই ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে বলে ধর্মীয় নেতারা জানান।
সভায় ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ মুরাদ, এএসপি মোস্তান বিল্লাহ ফেরদৌস এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দেকার মোস্তাফিজুর রহমান।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৩৬ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ