গলাচিপায় ভুয়া চিকিৎসকের জরিমানা ও কারাদণ্ড

হোম পেজ » লিড নিউজ » গলাচিপায় ভুয়া চিকিৎসকের জরিমানা ও কারাদণ্ড
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


 

গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক, জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসক পরিচয়ে অবৈধ চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দিপংকর শীল (৪৫)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা উমেশ শীলের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। অভিযানের সময় চিকিৎসাসেবা দিতে থাকা অবস্থায় দিপংকর শীলকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএমডিসি আইন, ২০১০-এর ২২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দিপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই। তিনি দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক পরিচয়ে রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে আসছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দিপংকর শীল পূর্বেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় এবার তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৭ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ