ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মঠবাড়িয়ার দুই বিএনপি নেতা নিহত

হোম পেজ » লিড নিউজ » ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মঠবাড়িয়ার দুই বিএনপি নেতা নিহত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


 

জাহাঙ্গীর হোসেন বাদল ও মিজান খান মঞ্জু। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (বরিশাল)

বরিশাল থেকে মঠবাড়িয়া যাওয়ার পথে ঝালকাঠি শহরে সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়ার দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড়ের পূর্ব পাশে বাপ্পি ভিলার সামনে একটি যাত্রীবাহী ধানসিঁড়ি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাদল এবং মঠবাড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান মঞ্জু।

দুর্ঘটনার পর বিষয়টি জানাজানি হলে মঠবাড়িয়া এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২১:৩০:২৬ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ