
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে তরমুজ চাষি মাহাবুলের আনুমানিক ১০ হাজার তরমুজের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ ইমরান খান। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার সকালে (১৩ ডিসেম্বর) ভুক্তভোগী মো. মাহাবুল খান গলাচিপা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম সাহেব গ্রামের মাহাবুল খান প্রতি বছর তাদের বাড়ির সামনে নিজের জমিতে তরমুজ চাষ করেন। প্রতি বছরের মতো এ বছরও তারা ১৮০ শতাংশ জমিতে তরমুজ চাষ শুরু করেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইমরান খান বিএনপি দলের প্রভাব দেখিয়ে গভীর রাতে তরমুজ ক্ষেতে প্রবেশ করে আনুমানিক ১০ হাজার তরমুজ চারা নষ্ট করে দিয়েছে। এতে পাচঁ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, পূবশত্রুতার জেরে কৃষক মাহাবুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার তরমুজ চাষ করে সংসার চালায়। যারা এমন ধরনের কাজে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়া হক।
অভিযুক্ত ইমরান খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তার বাড়ির পিছনে খাস খাল বন্দোবস্ত নিয়েছি। সে আমার কাছে বাড়ি ভরাট করার জন্য মাটি চায়। মাটি না দেওয়ার কারনে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসআর/এমআর