গোপালগঞ্জে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদা ও হামলার অভিযোগ

হোম পেজ » খুলনা » গোপালগঞ্জে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদা ও হামলার অভিযোগ
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


গোপালগঞ্জ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ 

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখের বিরুদ্ধে মাদকসেবন, চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক কর্তৃপক্ষ।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে অবস্থিত সাভানা ইকো রিসোর্টের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন পার্কের লিজগ্রহীতা হীরক রায়।

লিখিত বক্তব্যে হীরক রায় অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মো. মিকাইল শেখসহ অজ্ঞাত আরও তিনজন বিনা টিকিটে পার্কে প্রবেশ করেন। এ সময় তারা সিকিউরিটি গার্ড ও কর্মচারীদের গালিগালাজ করেন এবং পার্ক ভাঙচুরের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে একটি কটেজে অবস্থান করে তারা মাদকসেবন করেন এবং কক্ষের টিভি ভাঙচুর করেন বলেও অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে বৌলতলী পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে অভিযুক্তরা পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং মামলা করলে হত্যা ও লাশ গুমের হুমকি দেন। ঘটনার পর থেকে তাকে ও পার্কের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্কের ম্যানেজার হিমেল, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৪:১৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ