
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় প্রতিষ্ঠিত দা নূর একাডেমি অল্প সময়ের মধ্যেই শিক্ষা মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের আস্থা অর্জন করেছে। শৃঙ্খলা ও অগ্রগতি এই মূলমন্ত্র ধারণ করে ২০২৫ সালে প্রথম দিকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আধুনিক ও নৈতিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই মহৎ শিক্ষাবাণীকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন (বিকেপিএসএফ) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) মহিপুরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষার স্থানীয় আয়োজন করে দ্য নূন একাডেমি (THE NOOR ACADEMY)।
এ বছর মহিপুর অঞ্চল থেকে একমাত্র অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরীক্ষায় অংশ নেয় দা নূর একাডেমি, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
দা নূর একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জাকির হোসেন সোহেল সিকদার বলেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতেই দা নূর একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শেখার আগ্রহ বাড়াতে আমরা আনন্দঘন পরিবেশে পাঠদান পরিচালনা করছি। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে আগামী দিনের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো নাসির উদ্দীন বলেন, শিক্ষাই মানুষকে আলোকিত করে এবং জাতির ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষকবৃন্দ, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট সকলের তৎপরতা ছিল প্রশংসনীয়। অভিভাবকরাও এমন শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
মহিপুর এলাকার অভিভাবক সামিনা রহমান বলেন, উপকূলীয় এই অঞ্চলে দা নূর একাডেমি প্রথমবারের মতো মানসম্মত কিন্ডারগার্টেন শিক্ষা চালু করেছে, যা আমাদের জন্য আশার আলো। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সর্বোপরি, মহিপুরে অনুষ্ঠিত বিকেপিএসএফ বৃত্তি পরীক্ষা-২০২৫ স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
এমবি/এমআর