আমতলীতে অজ্ঞাত নারীর সন্তান প্রসব, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

হোম পেজ » বরগুনা » আমতলীতে অজ্ঞাত নারীর সন্তান প্রসব, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


আমতলীতে অজ্ঞাত নারীর সন্তান প্রসব, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধী এক নারী (স্থানীয়দের কাছে পরিচিত ‘পাগলী রাহিমা’) শুক্রবার গভীর রাতে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক অসুস্থ হয়ে পড়ায় রাতেই জরুরি ভিত্তিতে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সেখানে চিকিৎসাধীন ও স্থিতিশীল আছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে আজিমপুর বাজার এলাকায় নারীটি তীব্র ব্যথায় ছটফট করছিলেন। কেউ বিষয়টি ঠিকভাবে বুঝতে না পারায় রাত ১১টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে এসআই নাসরিনের নেতৃত্বে পুলিশ গিয়ে নারীর প্রসবব্যথা আছে নিশ্চিত হন। পরে নারী ইউপি সদস্য তাসলিমা বেগমের সহায়তায় পুলিশ তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের আরএমও ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, তাকে দ্রুত গাইনি ওয়ার্ডে নেওয়া হয় এবং রাতেই নার্স ও ইউপি সদস্যের সহযোগিতায় স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন ওই নারী। জন্মের পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে দেড় ঘণ্টার চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য মা-শিশুকে পটুয়াখালী মেডিকেলে রেফার করা হয়।

ইউপি সদস্য তাসলিমা বেগম জানান, নারীটি নিজের নাম রাহিমা বলেছে এবং শুদ্ধ ভাষায় কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশের উত্তরাঞ্চলের কোনো এলাকার বাসিন্দা।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ৯৯৯-এর কল পাওয়ার পরই পুলিশ গিয়ে নারীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে নিরাপদ আছেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৯ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ