বাবুগঞ্জে দোয়া মাহফিল খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ– আবুল কালাম শাহীন

হোম পেজ » রাজনীতি » বাবুগঞ্জে দোয়া মাহফিল খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ– আবুল কালাম শাহীন
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


খালেদা জিয়ার উপরে স্টিম রোলার চালানো হয়েছে-আবুল কালাম শাহীন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেছেন, খালেদা জিয়া শুধু দলের নয়, বাংলাদেশের সম্পদ। তিনি বলেন, জিয়া পরিবারের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি ভেঙে দেওয়ার ঘটনাসহ আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া বিরল নির্যাতনের শিকার হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম শাহীন অভিযোগ করেন, কারাগারে নেওয়ার সময় খালেদা জিয়া সুস্থ ছিলেন। কারাগারে স্লো পয়জনিং এবং পরিত্যক্ত কক্ষে আটক রেখে তাকে আরও অসুস্থ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি আরও বলেন, জিয়া পরিবার শুধু মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এত নির্যাতন সহ্য করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল সিকদার, এবি এম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফরিদ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরানসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার পাশাপাশি বরিশাল-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করার আহ্বান জানান। তাদের মতে, অ্যাড. জয়নুল আবেদীন জয়ী হলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয় নিশ্চিত হবে।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৪৬ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ