সর্বশেষ

নাজিরপুর সেতুর উদ্বোধনে হামলা-ভাঙচুর, আতঙ্কে অনুষ্ঠান বন্ধ

হোম পেজ » বরিশাল » নাজিরপুর সেতুর উদ্বোধনে হামলা-ভাঙচুর, আতঙ্কে অনুষ্ঠান বন্ধ
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


নাজিরপুর সেতুর উদ্বোধনে হামলা-ভাঙচুর, আতঙ্কে অনুষ্ঠান বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানের এক পর্যায়ে দুষ্কৃতিকারী এক দল আকস্মিকভাবে উপস্থিত হয়ে মঞ্চসহ আশপাশে ভাঙচুর ও হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল জেলা প্রশাসক, ইউএনও এবং থানার ওসি উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব ভূমিকা পালন করেন। আকস্মিক হামলায় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে হামলাকারীদের শনাক্তে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ শুরু করে পুলিশ। তবে জেলা প্রশাসক সাংবাদিকদের ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় প্রশাসন ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করছে। এলাকাবাসীর দাবি, দুষ্কৃতিকারীদের সঙ্গে মুজিব কোট পরা কয়েকজন সন্ত্রাসী ছিল এবং অদৃশ্যভাবে নেতৃত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এমদাদুল হক ও যুগ্ম সচিব জাহিদ হোসেন পনিরের অনুসারীরা।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০০:০০ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ