
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বুধবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় জাতের আধুনিকায়ন, খামারিদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং বাড়াতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। তিনি রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ, দেশীয় জাতের উন্নয়ন ও প্রযুক্তির দ্রুত ব্যবহারকে টেকসই খাত গঠনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ ও ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল ইসলাম ফরিদ।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাব আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং সোনালী ব্যাংক ম্যানেজার নৃপেন্দ্রনাথ মন্ডল। সভায় উপজেলার প্রান্তিক খামারি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রাণিসম্পদ খাতের অনিয়ম রোধ, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তি সহজীকরণের ওপর জোর দেন।
শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ পরিদর্শন করেন, যেখানে দেশীয় জাতের পশুপাখি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক জেনেটিক প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান।
এমএইচ/এমআর