আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ গৈলা বাজারে অবস্থান করছিলেন। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর দায়ের করা মামলার আসামি উপজেলা পূর্বপয়সা গ্রামের মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাইদুল খন্দকারকে সোমবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানিয়েছে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪০ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ