
সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
স্ত্রীর কাছে যৌতুক দাবি করে না পেয়ে নির্যাতনের অভিযোগে স্বামীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বরগুনা সদর উপজেলার বুড়িরখাল গ্রামের মোঃ সাহেব আলী মাস্টারের ছেলে মোঃ সাইফুল ইসলাম শিপন (৪৫)। তিনি বরগুনা পৌরসভার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
জানা যায়, বাদীর বাবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামে। তিনি গত বছরের ২৫ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। অভিযোগে উল্লেখ করেন, ২০১৪ সালের ৯ মে তাদের রেজিস্ট্রি কাবিনে বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান রয়েছে। ফ্ল্যাট ক্রয় করার জন্য আসামি তার মায়ের ঘরে বসে গত বছরের ২৩ আগস্ট ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী যৌতুক দিতে অস্বীকার করলে আসামি তাকে বেধড়ক মারধর করেন।
রায় ঘোষণার পরে বাদী বলেন, আমি ও আমার পরিবার আমার স্বামীর সঙ্গে আপোস করার চেষ্টা করেছি। তার ৩০ লাখ টাকা লাগবে। আমার স্বামীকে ৩০ লাখ টাকা না দিলে আমার সঙ্গে আপোস করবে না। আমি এখনো স্বামীর সংসার করতে চাই।
আসামি পক্ষের আইনজীবী গোলাম আহাদ জিতু বলেন, এ রায়ের বিরুদ্ধে আসামি হাই কোর্টে আপিল করবেন।