শেখ হাসিনার বিচার নিয়ে শামীম সাঈদীর মন্তব্য নির্বাচনী পথসভায়

হোম পেজ » পিরোজপুর » শেখ হাসিনার বিচার নিয়ে শামীম সাঈদীর মন্তব্য নির্বাচনী পথসভায়
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


শেখ হাসিনার বিরুদ্ধে ‘ফাঁসির আদেশ’ মন্তব্য শামীম সাঈদীর

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১৬ বছরে নানা অন্যায় করেছেন এবং আজ তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আল্লাহর পক্ষ থেকেই বিচার প্রদর্শন। তিনি বলেন, ক্ষমতার দাপট দেখানো কোনো কাজে আসেনি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

সোমবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোদের হাট বাজার এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমির হোসেন খান সভাপতিত্ব করেন। এ ছাড়া বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল ও ভাণ্ডারিয়া পৌর আমির মাওলানা আবুল বাশার।

অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:২৯ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ