চরফ্যাশনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার–বীজ বিতরণ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার–বীজ বিতরণ
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল। বক্তারা বলেন, সরকার উন্নত জাতের বীজ বাজারমূল্যের প্রায় দ্বিগুণ দামে কিনে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। এ প্রণোদনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশনের মোট ১ লাখ ২২ হাজার ৮০৪ কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৮৭০ জন কৃষক গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চীনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারী ও ফেলনসহ বিভিন্ন ফসলের বীজ পাচ্ছেন।

এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:০৫ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ