
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের সমর্থনে নেছারাবাদে লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ এবং আগের দিন ওই কার্যক্রমে হামলার অভিযোগ এনে সমর্থকরা এই প্রতিবাদ সভা করেন। নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইমুল ইসলাম, পৌর যুবনেতা মো. মামুন সরদার এবং পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মাসুমা তালুকদার।
বক্তারা অভিযোগ করেন, পিরোজপুর-২ আসনে বারবার জামানত হারানো একটি পরিবারের হাতে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুনর্বিবেচনা করে জনপ্রিয় ও ত্যাগী নেতা মাহমুদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেবেন। বক্তারা আরও বলেন, গত রোববার তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণের সময় বিএনপির নামধারি একদল লোক হামলা চালায়।
আরএ/এমআর