আজ ভয়াল ১২ নভেম্বর: উপকূলীয় মানুষের স্মৃতিতে এখনো জেগে আছে ১৯৭০-এর ঘূর্ণিঝড়

হোম পেজ » লিড নিউজ » আজ ভয়াল ১২ নভেম্বর: উপকূলীয় মানুষের স্মৃতিতে এখনো জেগে আছে ১৯৭০-এর ঘূর্ণিঝড়
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


 

উপকূলীয় মানুষের স্মৃতিতে এখনো জেগে আছে ১৯৭০-এর ঘূর্ণিঝড়

নাসির উদ্দিন বিপ্লব, সাগরকন্যা প্রতিবেদন

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলে বয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’। বঙ্গোপসাগর থেকে উঠে আসা সেই সুপার সাইক্লোন এক রাতেই তছনছ করে দিয়েছিল উপকূলীয় ভোলা-পটুয়াখালীর বিস্তিৃণ চর ও নিম্নাঞ্চল। একইভাবে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা ও এর আশপাশের জনপদও সেদিন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিল লাখো মানুষ।

সেদিন রাতের ভয়াবহতা এখনো ভুলতে পারেননি উপকূলের প্রবীণরা। বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীদের মধ্যে ৮৬ বছর বয়সী কুয়াকাটার অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আলী হোসেন শেখ জানান, ঘূর্ণিঝড়ের পর সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরো কুয়াকাটা এলাকা ভেসে যায়। অনেক পরিবার একসঙ্গে বিলীন হয়ে যায়। গাছপালা উপড়ে পড়ে, জনপদে লাশের সারি আর বুকফাটা আর্তনাদে ভরে যায় উপকূল।

কুয়াকাটার ধুলাসার গ্রামের মনির হোসেন বলেন, ৭০’র জলোচ্ছ্বাসের সময় আমি ১১ বছর বয়সের কিশোর। কোনরকম গাছে সারারাত ঝুলে বেঁচে গেলেও আমার মাকে একদিন পর সাগরপাড়ে মৃত পেয়েছিলাম। এই বেদনাময় স্মৃতি আজও ভুলতে পারিনি।

কলাপাড়ার ডালবুগঞ্জ এলাকার প্রবীণ বাসিন্দা মঈনউদ্দিন হাওলাদার বলেন, সে রাতে আকাশে গর্জন, বাতাসে তাণ্ডব- মনে হয়েছিল পৃথিবী বুঝি শেষ হয়ে যাবে। সকালে সূর্য ওঠার পর দেখা যায়, চারদিকে কেবল লাশ আর ধ্বংসস্তূপ।

কুয়াকাটা সমুদ্র উপকূলও তখন মাইলের পর মাইল পানিতে ডুবে যায়। রক্ষা পায়নি গবাদিপশু, মাছের ঘের কিংবা ফসলের মাঠ। জীবিতরা পরদিন পর্যন্ত পানিতে ভেসে ছিল আত্মীয়স্বজনের মরদেহ নিয়ে।

প্রতিবছর এ দিনে নিহতদের স্মরণে কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই দিনকে স্মরণ করে এলাকায় দোয়া-মিলাদ ও আলোচনার সভার আয়োজন করে থাকে।

পরিবেশবিদ সংগঠন ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) এর সদস্য কুয়াকাটার ধুলাসার গ্রামের কামাল হাসান রনি বলেন, ১৯৭০ সালের এই ঘূর্ণিঝড় উপকূলের ইতিহাসে এক ভয়াল দাগ রেখে গেছে। সেটিই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকেও প্রভাবিত করেছিল।

বাংলাদেশ সময়: ১২:৩৪:২৫ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ