কাউখালী সদর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

হোম পেজ » পিরোজপুর » কাউখালী সদর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


কাউখালী সদর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আতিকুল ইসলাম ও হাফেজ কারী মো. শামীম আহসান।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আবু বকর (শিক্ষক), সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আবু বকর ও মো. আব্দুল লতিফ এবং সিনিয়র সদস্য মো. এবাদাত হোসেন।

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৭:১৭ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ