
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বেতন কাঠামোতে ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আমতলীতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদ্রাসা ও ৮টি কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখেছেন।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা মেডিকেল ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন। শিক্ষা উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও সম্প্রতি মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলে শিক্ষক সমাজ ক্ষোভে ফেটে পড়ে। এর প্রতিবাদে গত রবিবার ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচির সময় পুলিশের হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে ও দাবিদাওয়া আদায়ের অংশ হিসেবে দেশব্যাপী কর্মবিরতির ডাক দেয় শিক্ষক নেতারা। এরই ধারাবাহিকতায় আমতলী উপজেলার শিক্ষকরা সোমবার সকাল থেকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখেন।
বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফিয়া বলেন, ক্লাস না থাকায় বাসায় ফিরে এসেছি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারের উচিত শিক্ষকদের দাবি মেনে নেওয়া।
খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যালয় খোলা রেখেই কর্মবিরতি চলবে।