আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার!

হোম পেজ » বরগুনা » আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার!
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


সিফাতের তৈরী রিমোট কন্ট্রোল সিস্টেম F-22 যুদ্ধ বিমান আকাশে উড়ছে।

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত নিজের হাতেই তৈরি করেছে দুইটি যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজ। তার এমন উদ্ভাবনী কর্মকাণ্ডে এলাকাবাসী অবাক ও গর্বিত। ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক হওয়ার স্বপ্নে এগিয়ে চলা সিফাত এখন পরিচিত ‘খুদে বিজ্ঞানী’ হিসেবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সিফাত নিজ হাতে তৈরি করা আমেরিকার তৈরি এফ-২২ মডেলের যুদ্ধবিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়িয়ে দেখাচ্ছে। এতে সে ব্যবহার করেছে রিমোট, রিসিভার, বিএলডিসি মোটর, সার্ভো মোটর, ব্যাটারি ও নানা যন্ত্রাংশ। এর আগে সে রাশিয়ার তৈরি মিগ-২৯ মডেলের যুদ্ধবিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও সে সফলভাবে তৈরি করেছে আকাশ প্রতিরক্ষা রাডার, যুদ্ধজাহাজ ও মিসাইল।

সিফাতের ভাষ্য, মা-বাবার অনুপ্রেরণায় টিফিন থেকে টাকা জমিয়ে এবং প্রতিবেশীদের সহযোগিতায় এই আবিষ্কারগুলো সম্পন্ন করেছি। এখন বৈজ্ঞানিক হয়ে দেশের জন্য কাজ করতে চাই। কিন্তু অর্থের অভাব আমার বড় বাধা।

 

সিফাত ও তার তৈরী F-22 মডেলের যুদ্ধ বিমান

সিফাতের মা চম্পা আক্তার বলেন, ছেলে সারাক্ষণ নতুন কিছু তৈরির চিন্তায় থাকে। পড়াশোনার পাশাপাশি সবসময় আবিষ্কারের নেশায় মগ্ন থাকে সে। তার তৈরি বিমান উড়ছে, জাহাজ চলছে, রাডারও কাজ করছে- এতেই আমাদের গর্ব।

বাবা কৃষক মো. বশির প্যাদা বলেন, অনেক কষ্টে ছেলেকে সহায়তা করছি, কিন্তু এখন আর পারছি না। সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি তাকে আর্থিক সহায়তা দেয়, সে আরও বড় কিছু করতে পারবে।

গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন মাহমুদ সাগরকন্যাকে বলেন, সিফাত অত্যন্ত মেধাবী ও সৃষ্টিশীল ছাত্র। তাকে বিদ্যালয় থেকে সহযোগিতা করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে অনেক দূর এগিয়ে যাবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, সিফাতের এমন উদ্ভাবনী কাজ প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩১ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ