শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দশমিনায়

হোম পেজ » পটুয়াখালী » শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দশমিনায়
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দশমিনায়

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ঢাকায় জাতীয় প্রেসক্লাব এলাকায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এস.এ. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মিয়া।

বক্তব্য দেন বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, গুলি আউলিয়াপুর ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দশমিনা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম, ড. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন এবং এনটিআরসি শিক্ষক সমিতির সভাপতি গাজী আবদুস ছত্তারসহ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।

বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পাশাপাশি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৮ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ