বাবুগঞ্জে বৈরী আবহাওয়ায় যুবদলের প্রচারণা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে বৈরী আবহাওয়ায় যুবদলের প্রচারণা
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে বৈরী আবহাওয়ায় যুবদলের প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৭ অক্টোবর ) সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব প্রচারণা চালানো হয়। প্রচারণা ও লিফলেট বিতরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন পক্ষ থেকে এই প্রচারণা করেন যুবদলের নেতাকর্মীরা। দিনব্যাপী লিফলেট ও প্রচারনায় তারা বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা করেন। এসময় কেদারপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার,ক্লাবগঞ্জ বাজার,ছানিকেদারপুর বাজার, এমপির হাট বাজার,স্টীমার ঘাট বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ৬টি  ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে এ ধরণের গণসংযোগ চালাবেন বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জ উপজেলা  যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানে নির্দেশে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি। যেহেতু বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার পক্ষ থেকে সংসদ নির্বাচনে ভোট ভিক্ষা করছি। আমাদের প্রচারণা অব্যাহত থাকবে। প্রচারণায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় প্রয়োজন। তাই বিএনপির ৩১ দফার প্রচারণা সাধারণ মানুষ,কৃষক ও শ্রমজীবী মানুষের কাছে তুলে ধরছি। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ভিপি মোঃ জুয়েল, উজ্জল হাওলাদার, এইচ. এম. লিমন, লিটন তালুকদার,রিয়াজ শরীফ,মাহমুদুল হাসান রুমান, যুবদল নেতা জিয়া সিকদার, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম পলাশ, সদস্য সচিব কাওসার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রতন, উপজেলা যুবদলের সদস্য টিপু শরিফ,যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মনির হোসেন, আবদুল হালিম, সদস্য জামাল হোসেন, দেহের গতি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান মাহমুদ বরকত, সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদলের নেতা ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, রাশেদ খান, আমির হোসেন, চাদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৪ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ