তালতলীতে সেই বাবা-ছেলের ইলিশ শিকারে তদন্ত কমিটি

হোম পেজ » বরগুনা » তালতলীতে সেই বাবা-ছেলের ইলিশ শিকারে তদন্ত কমিটি
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


তালতলীতে বাবা-ছেলের  ইলিশ শিকারে তদন্ত কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ শিকারের অভিযোগে উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক ও ছাত্রলীগ নেতা আবুল কাসেম রিঙ্কু এবং তার বাবা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জলিল ফকিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অভিযোগ রয়েছে, ভিক্টর বাইনের নির্দেশে রিঙ্কু ও তার বাবা দুটি ট্রলার নিয়ে নিষেধাজ্ঞার সময় সাগরে ইলিশ শিকার করেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইউএনও রোকনুজ্জামান খান বলেন, তদন্তে সত্যতা প্রমাণিত হলে মাঠ সহায়ক রিঙ্কুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৩:১৩ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ