ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হোম পেজ » পিরোজপুর » ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে লাবিবা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বরূপকাঠি থেকে সকালে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাবিবা পরিবহনের একটি বাস মাহিলারায় পৌঁছালে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে এতে প্রায় ১৭-১৮ জন যাত্রী, চালক ও হেলপার অক্ষত থাকেন।

স্বরূপকাঠি লাবিবা কাউন্টারের ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন মিঠু জানান, দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১২:২৪:১৭ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ