
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রতিক্রিয়া বিষয়ক এক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (HEU) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এইচএসডি–এইচইইউ এর পরিচালক (প্রশাসন) ও উপসচিব সমন্বয়ক মোহাম্মদ শওকত হোসেন খান। এছাড়া প্রশিক্ষক হিসেবে অংশ নেন ডা. এ.জি.এম. মশিউকুর রহমান ও ডা. রাহাত আরা নূর।
কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা শুধু শারীরিক ক্ষতি নয়, বরং মানসিক ও সামাজিক দিকেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। নারীরা যাতে দ্রুত স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা পান, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি।
বক্তারা আরও বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানই এ খাতের অন্যতম দায়িত্ব। অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরএইচএম/এমআর