
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জে সাগর হাওলাদার (২৪) মারা যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে পরিবার ও স্থানীয় সূত্রে দাবি উঠেছে এটি পরিকল্পিত হত্যা হতে পারে।
সাগরের মৃত্যু হয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে শ্বশুর মাহাবুব মুন্সির বাসায়। অসুস্থ হয়ে পড়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাগর মারা যান।
পরিস্থিতি নিয়ে পরিবারে মতভেদ দেখা দিয়েছে। সাগরের বাবা আনিস হাওলাদার অভিযোগ করেন, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা সাগরকে মানসিক চাপ দিচ্ছিল এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে। অন্যদিকে, সাগরের স্ত্রী মারিয়া আক্তার দাবি করেন, সাগর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে সাগর ও মারিয়া একই এলাকায় বিয়ে করেছিলেন। দাম্পত্য জীবনে অভাব-অনটন ও কলহের কারণে স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় সাগর স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে কীটনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। শাশুড়ি ও পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হাসপাতালেও নেওয়া হয়, কিন্তু সাগর মারা যান।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।