মির্জাগঞ্জে বসতঘর পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে বসতঘর পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


মির্জাগঞ্জে বসতঘরে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)

মির্জাগঞ্জের দেউলী বাজার এলাকায় একটি বসতঘরে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরটির মালিক মো. সরোয়ার খান। আগুনে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার পর গ্যাসের চুলা বন্ধ না করায় আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় সব কিছু পুড়ে যায়।

খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. সুমন জানান, এটি একটি আধাপাকা ঘর ছিল। আগুনে সব মালামাল পুড়ে গেছে। গ্যাসচুলা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৯ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ