দুমকিতে স্কুলমাঠে প্রতিপক্ষের বসত:ঘর নির্মাণের অভিযোগ!

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে স্কুলমাঠে প্রতিপক্ষের বসত:ঘর নির্মাণের অভিযোগ!
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫


দুমকিতে জমির বিরোধে স্কুলমাঠে বসত:ঘর নির্মাণের অভিযোগ!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে জমির বিরোধে ননএমপিওভুক্ত একটি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়ে খেলার মাঠ দখল করে প্রতিপক্ষের বসত:ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। স্কুলটির জমিদাতার ওয়ারিশগণের এক দুবৃত্তচক্র মবরাজত্ব কায়েম করে প্রকাশ্যে দিবালোকে বাঁশ, কাঠ ও টিনের ঘর তুলে জবরদখল চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়েড়া হনুফা-নূরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এঘটনায় স্কুলটির প্রতিষ্ঠাতা পরিবারেরসদস্য ও পবিপ্রবির ডেপুটি রেজিষ্ট্রার মো: কামরুজ্জামান হাওলাদার গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির হলরুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওই অবৈধ দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা উচ্ছেদে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, রাজাখালী মৌজার জেএল-২৬ এস এ ৭৭নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ইয়াসিনের লোকান্তরে ওয়ারিশগণের ৮মার্চ ২০০৯ তারিখের বায়া ১৪৪নং কবলা দলিলের মাধ্যমে ২০শতক সাফ কবলাকৃত জমিতে ৮৫ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থ স্কুলঘর তৈরী করে নিয়মিত পাঠদান করে আসছিল। জমিজমার বিরোধের নিস্পত্তিকল্পে পটুয়াখালী সিভিল আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এঅবস্থায় গত ১৭জুন রাতে প্রতিপক্ষ রাকিবুল ইসলাম নয়ন ও মুসা গংরা স্কুলমাঠে একটি ছাপড়া ঘর তোলে। এবং পরদিন সকালে বিদ্যালয়ে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে থানা পুলিশ ও শিক্ষা অফিসে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনিক গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং শালিশ ব্যবস্থায় সুরহার নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষ নয়ন, মূসা গংরা স্থানীয় শালিস ব্যবস্থা বার বার অগ্রাহ্য করে জবর দখল প্রচেষ্টা অব্যাহত রাখে। গত ২৪জুলাই সম্পুর্ণ গাঁয়ের জোড়ে স্কুলের লাইব্রেরীর তালা ভেংগে তারা তাদের ঘরের কাজের মালামাল রেখে ষ্টোররুম বানিয়ে ফেলে। লাইব্রেরী রুমের ভেতর স্টিলের আলমীরায় স্কুলের যাবতীয় কাগজপত্র রক্ষিত ছিল যার তালা ভেংগে সব কাগজপত্র সরিয়ে ফেলেছে। চেয়ার টেবিল কিছু নিয়ে গেছে কিছু ভেংগে ফেলেছে। স্কুলের ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। ছাত্র শিক্ষক কেহই স্কুলের ত্রিসীমানায় আসতে ভয় পাচ্ছে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম নয়ন বলেন, স্কুল কর্তৃপক্ষ পতিত সরকারের আমলে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোড়পূর্বক স্কুল নির্মাণ করেছিল। এখন আমরা আমাদের সম্পত্তির দখল বুঝে নেব এটা তো স্বাভাবিক বিষয়।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৯:৪২ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ