না‌জিরপু‌রে জামায়া‌তের ফ্রি মেডিকেল ক্যাম্প

হোম পেজ » পিরোজপুর » না‌জিরপু‌রে জামায়া‌তের ফ্রি মেডিকেল ক্যাম্প
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫


না‌জিরপু‌রে জামায়া‌তের ফ্রি মেডিকেল ক্যাম্প

সাগরকন্যা প্রতিবেদক, না‌জিরপুর(পি‌রোজপুর)

পি‌রোজপু‌রের না‌জিরপুরে জামায়া‌তের উদ্যো‌গে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) না‌জিরপুর উপ‌জেলা জামায়াতের উদ্যো‌গে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলার শাখারীকাঠী ইউনিয়‌নের ভাইজোড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না‌জিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবাদুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা এ‌্যাড আবু সাঈদ মোল্লা,  শ্রমিক কল‌্যান ফেডা‌রেশন এর উপ‌জেলা সভাপ‌তি মাফুজুর রহমান, উপ‌জেলা সমাজ কল‌্যান সে‌ক্রেটারী আনিচুর রহমান ম‌ল্লিক, মা‌টিভাঙ্গা ইউনিয়ন জামায়া‌তের সে‌ক্রেটারী মোঃ মিজান, শি‌বির সভাপ‌তি মোঃ আবু হা‌নিফ প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. দিপংকর নাগ, শিশু বিশেষজ্ঞ ডা.শিমুল কৌ‌শিক, গাইনী বিশেষজ্ঞ ডা. প্রিতিশ বিশ্বাস, নাগ কান গলা বি‌শেষজ্ঞ ডাঃ জোনা‌য়েদ সহ মোট ২১ জন বিশেষঞ্জ ডাক্তার উপ‌স্থিত থে‌কে চি‌কিৎসা প্রদান ক‌রেন।

উপ‌জেলা জামায়া‌তের আমির আব্দুর রাজ্জাক ব‌লেন, “শরীরকে রোগমুক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টাই হলো স্বাস্থ্যসেবা। মহান আল্লাহ্ মানুষের জীবন ও মৃত্যুর মালিক। কেউ যেমন জীবন দিতে পারে না, তেমন মৃত্যুও স্থগিত করতে পারে না। তবে স্বাস্থ্যসেবা নির্ধারিত মৃত্যুর সময় আসা পর্যন্ত জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ও সচল রাখতে সাহায্য করে। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ইনশাআল্লাহ।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৬ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ