উত্তাল বঙ্গোপসাগর, সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম পেজ » আবহাওয়া » উত্তাল বঙ্গোপসাগর, সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

লঘুচাপের প্রভাবে কুয়াকাটাসহ উপকূলীয় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। নদনদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসের গতিও বেড়েছে। গতকাল (২৪ জুলাই) থেকে জেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

 

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি সাগরকন্যাকে জানান, লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

---

 

এ কারণে পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ৭টি অঞ্চলের নদী বন্দরে ০১ নম্বর সংকেত জারি রয়েছে। বঙ্গোপসাগরে থাকা মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০০:৩১ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ